Wellcome to National Portal

চিলমারী উপজেলার তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম...

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

History of the Freedom Fighting and Freedom Fighters

 

চিলমারী উপজেলায় মহান স্বাধীনতা যুদ্ধে ব্যাপক সংঘর্ষ ও লোমহর্ষক ঘটনা ঘটেছে। যার ফলে এখানে নির্মিত হয়েছে স্মৃতি স্তম্ভ। উপজেলার বালাবাড়ীহাট রেলস্টেশনে গণকবর দেয়া হয়েছে অনেক তাজা প্রাণকে। স্মৃতি বিজরিত এই চিলমারীর ইতিহাসে বাংলার একঝাক বীর সৈনিক  হাতে অস্ত্র নিয়ে বীরত্বের ইতিহাসে নাম লিখিয়েছেন। এ উপজেলায় রয়েছেন একজন মহাবীর বীরবিক্রম। সকল মুক্তিযোদ্ধাগনের তালিকা দেয়া হলো:

 

একনজরে চিলমারী উপজেলার মুক্তিযুদ্ধের পরিসংখ্যানঃ

 

ক্রম বর্ণনা  পরিসংখ্যান  মন্তব্য
০১ শহীদ, যোদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা  ১৫  একজন বীর মুক্তিযোদ্ধা যোদ্ধাহত ও খেতাব প্রাপ্ত উভয় তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন।
০২ শহীদ মুক্তিযোদ্ধা মোট সংখ্যা ১৩  
০৩  খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা  ০১ শওকত আলী সরকার বীর বিক্রম
০৪ যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ০২  
০৫ সাধারণ ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা  ৩৪৭  
০৬ জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা  ১৯৫  
০৪ মৃত মুক্তিযোদ্ধার সংখ্যা  ১৫২  
০৭ গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধা ০৯   
০৮  নন-গেজেটেড শহীদ মুক্তিযোদ্ধা  ০৪  
০৯ মোট মুক্তিযোদ্ধা  ৩৬২*  সাধারণ ভাতাভোগী  মুক্তিযোদ্ধা ৩৪৭ জন + শহীদ, খেতাবপ্রাপ্ত ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ১৫ জন 

 

 

* সর্বশেষ আপডেট- ২৩.১১.২০২১ খ্রিষ্টাব্দ (উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক) 

 

মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপনাঃ

 

সম্মুখসমর বালাবাড়িহাট, কুড়িগ্রাম

চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের বালাবাড়ি রেলস্টেশনের পার্শ্বে অবস্থিত চিলমারীর একমাত্র "সম্মুখসমর বালাবাড়ি" স্থাপনাটি। ২০১২ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্থাপনাটি গণপূর্ত অধিদপ্তর, কুড়িগ্রাম এর মাধ্যমে নির্মাণ করা হয়। শত শত নারী ও পুরুষকে ধরে এনে এখানে হত্যা করা হয় (১)। ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা এখানে যুদ্ধ করেছিলেন। বীর মুক্তিযোদ্ধা কর্ণেল তাহের এখানে সরাসরি যুদ্ধ করেছিলেন। ১৭ই অক্টোবর ১৯৭১ খ্রি তারিখে কর্ণেল তাহের ও প্রকৌশলী আবুল কাসেম চাঁন এর নেতৃত্বে এই এলাকাটি একদিনের জন্য শত্রুমুক্ত হয়েছিল। (২) 

 

রেফারেন্সঃ হামার চিলমারী, (পৃষ্ঠা ২৬৯-২৭০); নাজমুল হুদা পারভেজ, প্রকাশ ২০২১, চিলমারী, কুড়িগ্রাম।

মুক্তিযোদ্ধা চিলমারী সংসদ হতে প্রাপ্ত চিলমারী উপজেলার গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধের তালিকা 

ক্রঃনং

নাম পিতার নাম ঠিকানা গেজেট/মুক্তিবার্তা নং
০১ শহীদ আজিজুল হক মৃত নেয়ামত উল্লাহ খরখরিয়া ২৩৫৭
০২ শহীদ হায়দার আলী  মৃত গোলাম হোসেন  দক্ষিণ ওয়ারী ২৩৫৮
০৩ শহীদ মজিবর রহমান  মৃত বয়ান উল্লা শেখ  মাচাবান্দা  ২৩৫৯
০৪ শহীদ আব্দুর রহিম  মৃত আকবর আলী ব্যাপারী  মৌজাথানা  ২৩৬০
০৫ শহীদ আঃ জলিল মৃত কুমির উদ্দিন  মাচাবান্দা  ২৩৬১
০৬ শহীদ শের আলী  মৃত পানা উল্যা  রাণীগঞ্জ  ৩০৫২
০৭ শহীদ ছাদেক আলী  মৃত হাছেন আলী   বৈলমনদিয়ারখাতা ৩০৭২
০৮ শহীদ আউয়াল হক  মৃত ইলিমুদ্দিন মুন্সী  বৈলমনদিয়ারখাতা ৩১০২
০৯ শহীদ রহমত আলী  মৃত এনায়েত উল্লাহ  বজরা তবকপুর  ৩২৩৩
১০ শহীদ জোনাব আলী  মৃত নজির হোসেন  রমনা খামার  ০৩১৬০৫০৩০৬
১১ শহীদ নুর হোসেন  মৃত ভোলা ব্যাপারী  দক্ষিণ ওয়ারী  ০৩১৬০৫০০৯৮
১২ শহীদ মজিবর রহমান মৃত ওমর আলী  মাচাবান্দা ০৩১৬০৫০২৬২
১৩ শহীদ ফজলার রহমান মৃত গেন্দল ব্যাপারী  মনতোলা  ০৩১৬০৫০২৬৯
১৪ শহীদ ফারুক  মৃত আব্দুর রাজ্জাক মৌজাথানা সেনা গেজেট