ঐতিহ্যবাহী চিলমারী উপজেলার প্রাচীন সময়ে একমাত্র যানবাহন ছিল গরুর গাড়ি। যার ফলে প্রখ্যাত ভাউয়া শিল্পি আব্বাস উদ্দিন গেয়েছিলেন হাকাও গাড়ি চিলমারীর বন্দর। যার প্রেক্ষিতে চিলমারী আজ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। চিলমারী উপজেলার তিনটি ইউনিয়ন এখন চরাঞ্চলে ব্রহ্মপুত্র নদের কড়াল গ্রাসে আজ উপজেলার রমনা, থানাহাট, ও রাণীগঞ্জ এর অনেকাংশই নদী গভে। উপজেলা সদর হতে পূবে মাত্র ৩ কিলোমিটার গেলেই সেই ব্রহ্মপুত্র নদের তীর। উত্তরে কুড়িগ্রাম জেলা পরিষদ ৩২ কিলোমিটার ডিসি রোড প্রসস্ত পাকা রাস্তা। দক্ষিন ও পশ্চিমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদীর তীর উপজেলা পরিষদ হতে মাত্র ৪ কিলোমিটার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস