চিলমারী উপজেলা একটি দুযোগ কবলিত উপজেলা হওয়ায় এখানকার সাধারন মানুষ নদী ভাঙ্গনের কারণে বিভিন্ন সময় তাদের ছেলে মেয়ের শিক্ষার জন্য এতিমখানায় ভতি করেন। যার ফলে উপজেলায় প্রায় ১৫টি এতিম খানা স্থাপন করা হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্প হতে বরাদ্দ দিয়ে এ এতিমখানাগুলোকে যুগোপযুগি করে তোলা হচ্ছে। নিম্নে এতিম খানার তালিকা দেয়া হলো-
ক্রমিক নং | এতিমখানার নাম | ঠিকানা | মোবাইল নম্বর |
০১ | শাখাহাতি এতিমখানা | চর শাখাহাতি | |
০২ | বিশার পাড়া লিল্লাহ বোডিং | চিলমারী ইউনিয়ন বিশারপাড়া | |
০৩ | বলমনদিয়ার খাতা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস